সীমিত দরপত্র পদ্ধতিতে ঠিকাদার তালিকাভূক্তি/ লাইসেন্স নবায়নের সময় বর্ধিতকরণ বিজ্ঞপ্তি-০২
এতদ্বারা সংশ্লষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সড়ক বিভাগ, ফেনী কর্তৃক পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-2008 এর আলোকে সড়ক ও জনপথ অধিদপ্তরের পরিচালন (রাজস্ব) বাজেটের আওতায় সীমিত দরপত্র পদ্ধতি প্রয়োগের মাধ্যমে অভ্যন্তরীণ কার্য্য (NCT Works) সম্পাদনের লক্ষ্যে 2024-2025 অর্থবছরের জন্য ঠিকাদার তালিকাভূক্তির সময় অনিবার্য কারণরশত নিম্নবর্ণিত ছক মোতাবেক বর্ধিত করা হলো।
ছক-01:
বিবরণ |
তালিকাভূক্তি ফরমের মূল্য |
তালিকাভূক্তি ফরম সংগ্রহ ও জমা প্রদানের সংশোধিত সময়সীমা |
ঠিকাদার তালিকাভূক্তি |
1000/- |
09/09/2024খ্রি: বিকাল 5.00 ঘটিকা |
ছক-02:
বিবরণ |
নবায়ন ফি |
বিনা জরিমানায় নবায়নের সময়সীমা |
50% জরিমানায় নবায়নের সময়সীমা |
100% জরিমানায় নবায়নের সময়সীমা |
তালিকাভূক্ত ঠিকাদার লাইসেন্স নবায়ন |
2000/- টাকা + ভ্যাট |
09/09/2024খ্রি: পর্যন্ত |
10/09/2024খ্রি: হতে 09/10/2024খ্রি: পর্যন্ত |
10/10/2024খ্রি: হতে 07/11/2024খ্রি: পর্যন্ত |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস