Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সীমিত দরপত্র পদ্ধতিতে (LTM) ঠিকাদার তালিকাভূক্তি ও লাইসেন্স নবায়ন বিজ্ঞপ্তি ২০২২-২০২৩
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

নির্বাহী প্রকৌশলী, সওজ এর কার্যালয়

সড়ক বিভাগ, ফেনী

ফোন নং- ০৩৩১-৭৪০৩৯

e-mail: eefen@rhd.gov.bd

স্মারক নং: 35.01.3029.417.07.001.22-1164                                                                                                                  তারিখ: 19/07/2022


সীমিত  দরপত্র পদ্ধতিতে ঠিকাদার তালিকাভূক্তি/ লাইসেন্স নবায়ন বিজ্ঞপ্তি

এতদ্বারা সংশ্লষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সড়ক বিভাগ, ফেনী কর্তৃক পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-2008 এর আলোকে সড়ক ও জনপথ অধিদপ্তরের পরিচালন (রাজস্ব) বাজেটের আওতায় সীমিত দরপত্র পদ্ধতি প্রয়োগের মাধ্যমে অভ্যন্তরীণ কার্য্য (NCT Works) সম্পাদনের লক্ষ্যে 2022-2023 অর্থবছরের জন্য ঠিকাদার তালিকাভূক্তি/নবায়ন করা হবে। সিপিটিইউ কর্তৃক ‍নির্ধারিত আবেদন ফরম ফেনী সড়ক বিভাগ/উপ-বিভাগীয় প্রকৌশলী, সওজ, সড়ক উপ-বিভাগ 1/2, ফেনী এর কার্যালয় হতে অফিস চলাকালীন সময়ে সরবরাহ করা হবে। আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠানকে 1,000.00 (এক হাজার) টাকার অফেরৎযোগ্য পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট/চালান নির্বাহী প্রকৌশলী, সওজ, সড়ক বিভাগ ফেনীর অনুকূলে জমা প্রদান করে অথবা মানি রিসিটের মাধ্যমে 1,000.00 (এক হাজার) টাকা পরিশোধ করে নির্ধারিত আবেদনপত্র (ডকুমেন্ট) সংগ্রহ করতে পারবেন। নির্ধারিত আবেদনপত্র (ডকুমেন্ট) সঠিকভাবে পূরণ পূর্বক প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ আগামী 25/08/2022খ্রি: তারিখ বিকাল 5.00 ঘটিকার মধ্যে ফেনী সড়ক বিভাগে জমা প্রদান করার জন্য অনুরোধ করা হলো। সীমিত দরপত্র পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-2008 এর বিধি-63 ও 64 অনুসরণযোগ্য এবং এ তালিকাভূক্তিকরণ দরপত্র আহবান/কাজ প্রদানের নিশ্চয়তা বিধান করে না।

উল্লেখ্য যে, ইতিপূর্বে অত্র দপ্তরের তালিকাভূক্ত ঠিকাদারগণ 2022-2023 অর্থ বছরের লাইসেন্স নবায়ন ফি বাবদ টাকা- 2,000.00 (দুই হাজার) মাত্র + 15% ভ্যাটসহ বিনা জরিমানায় আগামী 11/08/2022 খ্রি: তারিখের মধ্যে অত্র দপ্তরে জমা পূর্বক লাইসেন্স নবায়ন করার জন্য অনুরোধ করা হলো।

প্রকাশের তারিখ
24/07/2022
আর্কাইভ তারিখ
31/08/2022