Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
সীমিত দরপত্র পদ্ধতি (LTM) প্রয়োগের লক্ষ্যে অনুমোদিত ঠিকাদারগণের তালিকা প্রকাশ
Details

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সড়ক বিভাগ, ফেনী কর্তৃক পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-2008 এর আলোকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, রক্ষনাবেক্ষণ বিভাগ অধিশাখার স্মারক নং- ৩৫.০০.০০০০.০১৫.২২.০০৬.২১-১৬২; তারিখ: ২১/০৩/২০২১খ্রিঃ এবং প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তর, তেজগাঁও, ঢাকার এর স্মারক নম্বর ৩৫.০১.০০০.০০১.০৭.০০৩.২১-৬৮১; তারিখঃ ১২/০৪/২০২১খ্রিঃ পত্রের প্রেক্ষিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের পরিচালন (রাজস্ব) বাজেটের আওতায় সীমিত দরপত্র পদ্ধতি প্রয়োগের মাধ্যমে প্রতিক্ষেত্রে 50.00 (পঞ্চাশ) লক্ষ টাকা পযর্ন্ত প্রাক্কলিত মূল্যের অভ্যন্তরীন ক্রয়কার্য (NCT-Works) সম্পাদনের লক্ষ্যে 2021-2022 অর্থ বছরের জন্য ঠিকাদার তালিকাভূক্তি করন তালিকা অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সওজ, কুমিল্লা জোন, কুমিল্লা’র কার্যালয়ের স্মারক নং:- 35.01.1933.009.07.147.21-2617; তারিখ: 19/12/2021খ্রি: এর মাধ্যমে অনুমোদিত হয়। অনুমোদিত ঠিকাদারগণের তালিকা অত্র দপ্তরের স্মারক নং: 35.01.3029.417.07.888.21-1990 তারিখ: 22/12/2021খ্রি: মোতাবেক সড়ক ও জনপথ অধিদপ্তর এর ওয়েব সাইট এবং সড়ক বিভাগ, ফেনীর নোটিশ বোর্ডে পাওয়া যাবে।


এমতাবস্থায়, তালিকাভুক্ত ঠিকাদারগণকে আগামী 31/12/2021খ্রি: তারিখের মধ্যে সরকার নির্ধারিত ফি 5,000/- (পাঁচ হাজার) টাকা এবং 15% ভ্যাট হিসাবে 750/- টাকাসহ সর্বমোট = 5,750/- (পাঁচ হাজার সাতশত পঞ্চাশ) টাকা মাত্র পে-অর্ডার/ব্যাংক ড্রাফট আকারে অথবা মানি রিসিটের মাধ্যমে নির্বাহী প্রকৌলশী, সওজ, সড়ক বিভাগ, ফেনী এর অনুকূলে জমা প্রদান করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য যে, সীমিত দরপত্র পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-2008 এর বিধি 63অনুসরণযোগ্য এবং এ তালিকাভূক্তি করণ দরপত্র আহবান/কাজ প্রদানের নিশ্চয়তা বিধান করে না।

Publish Date
22/12/2021
Archieve Date
15/01/2022