Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কী সেবা কীভাবে পাবেন
বিস্তারিত

সড়ক ও জনপথ অধিদপ্তর প্রদত্ত বিভিন্ন সেবা

ক) সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সরঞ্জাম/ যন্ত্রপাতি অধিদপ্তরের কাজের বাইরে ও জনসাধারণের ব্যবহারের জন্য নির্দিষ্ট হারে ভাড়ায় প্রদান।

খ) সড়ক নির্মাণের বিভিন্ন উপকরণ  ও  নির্মাণসামগ্রী নির্ধারিত ফি এর মাধ্যমে সড়ক  গবেষণাগারে  পরীক্ষাকরণ।

গ) আরএইচডি  টেনিং সেন্টার, মিরপুর  সওজ অধিধপ্তরের প্রকৌশলীদের প্রশিক্ষণের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ফিন্যান্সও   কম্পিউটার  বিষয়ের উপর ব্যক্তিগত বিষয়ের উপর ব্যক্তিগত কিংবা প্রতিষ্ঠানগত ইচ্ছুক শিক্ষার্থীদের নির্দিষ্ট ফি পরিশোধের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান।

ঘ) সিএনজি ফিলিং ষ্টেশন / রূপান্তর কারখানা এবং পেটট্টোল / ডিজেল  পাম্প  স্থাপন, আবাসিক / বাণিজ্যিক / শিল্প কারখানার জন্য প্রবেশ পথ এবং সামাজিক বনায়ন ও মrস্য চাষের জন্য সড়ক ও মহাসড়কের পার্শ্বর সরকারী জমি স্বল্পও  দীর্ঘ মেয়াদে লীজ প্রদান।